What is Letter or Alphabet



(অক্ষর/বর্ণমালা)

ইংরেজিতে Letter বা বর্ণ ২৬টি, এটা কে না জানে।

Vowel ৫টি, Consonant ২১টি এটাও সবাই জানে।

Vowel ছাড়া কোনো word গঠিত হয় না। এটি কি তোমার জানা আছে?

For example:

Mobile Doll, Pen, Book, Robin (গায়ক পাখি) etc.

লক্ষ্য করলে দেখা যায়, প্রতিটি word এ এক বা একের অধিক vowel আছে।

এবার নিচের example গুলো লক্ষ্য করো:

Cry, Fry, My, Try etc.

লক্ষ্য করলে দেখা যায়, এই word গুলোতে কোনো vowel নেই।

তবে কি আগের কথাটি ঠিক নয়? যে vowel ছাড়া word গঠিত হয় না।

আসল রহস্য:

Vowel মূলত ৬টি, "Y" কে বলা হয় special vowel

অজানা কথা:

i. Letter ও Alphabet এর মধ্যে মৌলিক পার্থক্য: Letter হলো একটি symbol

বা চিহ্ন যার নিজস্ব একটি উচ্চারণ আছে।

ii. অন্য দিকে, Alphabet হলো কিছু Letter এর সমষ্টি (set of letters) যাকে

একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাতে হয়।

Alphabet অর্থ বর্ণমালা, শব্দটির সাথে "s" যুক্ত করে কখনোই "Alphabets"

করা যাবে না।

iii. "I" একটি "letter" তবে, ব্যবহারের উপর ভিত্তি করে ইংরেজির প্রতিটি letter কে

এক একটি word হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

যেমন:

I is the 9th letter of English. ("I" হলো ইংরেজীর ৯তম বর্ণ)

iv. ইংরেজির জনপ্রিয় "Pangram" যার মধ্যে ইংরেজির ২৬ বর্ণমালা রয়েছে:

যেমন:

A quick brown fox jumps over the lazy dogs.

(একটি দ্রুতগামী বাদামী রং-এর শেয়াল অলস কুকুর গুলোর উপর দিয়ে লাফ দিলো।)